প্রতি-প্রবাস

প্রতি-প্রবাস

জীবন জীবিকার টানে মানুষ ছুটে চলে এক দেশ থেক অন্য দেশ, এক নগর থেকে অন্য নগর, এক জীবন থেকে অন্য জীবনে,ঝলমলে জীবনের ভিন্ন বাস্তবতায় একাকীত্বই প্রবাসের নিত্য সঙ্গী। মাঝে মাঝে এই স্মৃতিকাতরতায় আক্রান্ত সময়ে সুবাতাস বয়ে অনে কারো সাথে বয়ে আনা মায়ের রান্না। মাখানো মুড়ি,পাটিসাপ্টা, নাডু আর মিষ্টির ঘ্রানটা ফেলে আসা জীবনের ঘ্রান গ্রন্থি হিসাবে কাজ করে। দিন শেষে সবাইকে নিয়ন আলোয় আলোকিত শুন্য রাস্তা ধরে ফিরতে হয় আপন প্রবাস নীড়ে। স্মৃতি সম্বল করে বাঁচতে হয়ে আরেকটা দিন,
ঘরে ফেরার প্রতিক্ষায়…

দৈনিক আজাদী
তারিখঃ ০৬.১২.২০১৬
লিঙ্কঃ http://www.edainikazadi.net/eazadi.php?page=35&subpage=2&date=2016-12-06